May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা, এবার সেই প্রভাব পড়তে পারে ভারতে

চীনা করোনা ভাইরাস সংক্রমণের জেরে প্রভাব পড়তে চলেছে ভারতে। কোরনায় আক্রন্ত হয়ে চীনে ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে প্রায় ১৬০০ জনের। প্রতি নিয়ত বেড়েই চলেছে সেই সংখ্যা। এবার সেই প্রভাব পড়তে পারে ভারতের আমদানিতে। জানা যাচ্ছে, যে পাঁচটি পণ্যের জন্য ভারত ভীষণভাবে চীনের উপর নির্ভরশীল সেগুলি ভারতের আমদানিকৃত পণ্যের প্রায় ২৮ শতাংশ পূরণ করে। এই পাঁচ পণ্যগুলি হল বৈদ্যুতিন যন্ত্রাংশ, মেশিনারি ও মেকানিক্যাল অ্যাপ্লায়েন্সেস, জৈব রাসায়নিক, প্লাস্টিক ও কাচ এবং চিকিৎসার সরঞ্জাম। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কের জেরে প্রায় বন্ধ চীন থেকে আমদানি। যার ফলে রাসায়নিক এবং মেশিনারি যন্ত্রপাতি তৈরির উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।