May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বেহাল রাস্তা সারাই দাবিতে বিক্ষোভে সামিল পাঁশকুড়ার স্কুল পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইশোরাতে মাইশোরা বাজার মোড় থেকে নদী বাঁধ ধরে ডেবরা লোয়াদা পযর্ন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। ফলে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকা বাসী তাদের, বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলেনি, জানা গিয়েছে এই রাস্তাটি বিগত প্রায় বছর দেড়েক আগে প্রধান মন্ত্রী গ্রামীন সড়ক যোজনায় পাকা হয়ে ছিল, কিন্তু এখন চলার অযোগ্য ও বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এত বড় বড় রাস্তায় গর্ত এবং পিচের তালি উঠে গিয়ে দুর্ঘটনার মধ‍্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে কয়েকশ টিউশন স্কুলের পড়ুয়া,গাড়ি চলার সময় কিছু গাড়ীর চাকা পিচের গুটি ছিটকে সাধারণ মানুষ পথচারী আহত হয়েছে এমন ঘটনা ঘটেছে, তাই রাস্তা সারিয়ে তোলার দাবিতে সোমবার পারোলঙ্কাতে রাস্তা আটকে প্রায় ২০০ জনের মত টিউশনের স্কুল পড়ুয়া বিক্ষোভ সামিল হয়েছে। তাদের দাবী পূজোর আগে রাস্তা ঠিক করতে হবে, প্রশাসনের দৃষ্টি আর্কষন করিতেছে, তবে স্কুলপড়ুয়া থেকে কলেজ পড়ুয়া এই দাবি কি আদেও পূরণ করা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় এর মধ্যে রয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে এলাকার ছাত্র ছাত্রীরা।