March 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বেসরকারী হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার


ক্রমশ রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। রাজ্যে যে সকল বেসরকারী হাসপাতাল কোভিড-১৯ এর চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে সেইসব হাসপাতালে কোনো করোনা বা সারি (SARI)রোগী এলে তাদের কাছ থেকে কোন টাকা নেওয়া যাবে না। এইসব রোগীদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানা যায়। যেসব বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেইসব হাসপাতাল কর্তৃপক্ষকে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ তারা যেন তাদের হাসপাতালে এই মর্মে কোন একটি নির্দিষ্ট স্থানে বিজ্ঞপ্তি লিখে রাখে যে তাদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ অর্থের ব্যবস্থা করছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার সময় সময় এইসব হাসপাতাল গুলোকে প্রয়োজনমতো অর্থ দিয়ে সাহায্য করবে। এছাড়া চিকিৎসাজনিত যে অর্থ ব্যয় হবে সেটাও রাজ্য সরকার সম্মত তাদেরকে প্রদান করবে বলেই জানা গিয়েছে।