করোনা সংক্রমণ ঠেকাতে দেশে চলছে লক ডাউন। এই পরিস্থিতিতে সমাজের নিম্নবিত্ত অ আরথিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের জন্য আগামী ৩ মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। সেই মত রাজ্যের সব রেশন দকানে ভিড় করছেন সাধারণ মানুষ। পাশাপাশি রেশন নিতে আসা মানুষ যাতে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন তার প্রচার চালানো হচ্ছে প্রসাশনের পক্ষ থেকে। কলকাতার একাধিক জায়গায় বিভিন্ন রেশন দোকানে দেখা গেল সেই চিত্র।
Face মাইকের মাধ্যমে প্রচার চালাচ্ছে পুলিশ।