নোভেলকরোনা ভাইরাসের দাপটে বিশ্ব স্বাস্থ্যের পরেই ধরাশায়ী করেছে বিশ্ব অর্থনীতিকেও। আর সেই আঁচ পড়েছে ভারতেও। ইতিমধ্যেই একাধিকবার ধস নেমেছে শেয়ার বাজারে। আর দেশের লক ডাউন পরিস্থিতিতে আর্থিক ক্ষয়ক্ষতির হারও বাড়ছে নাগারে। দেশের এই আর্থিক সংকটের থেকে খানিক রেহাই দিতে এবার বড়সরো সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের বেতন থেকে ৩০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে। সেই টাকা খরচ হবে করোনাভাইরাস এবং তার পরবর্তী পরিস্থিতির মোকাবিলায়। এমপি ল্যাড বা সাংসদ উন্নয়নের টাকাও খরচ হবে ওই খাতে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এমনকি বেতন কাটছাঁটের তালিকা থেকে বাদ গেলেননা দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতিও।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপালরাও তাঁদের বেতনের ৩০ শতাংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের না নেওয়া বেতন এবং মন্ত্রী-সাংসদদের বেতনের অংশ একটি তহবিলে জমা হবে। সেখান থেকেই ওই অর্থ খরচ হবে করোনাভাইরাসের মোকাবিলায়। এপ্রিল মাস থেকেই এই নিয়ম কার্যকর হবে।