নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ লকডাউন চলাকালিন বেআইনি ভাবে বিদেশী মদ নিয়ে প্রবেশের সময় অসমের ধুবরি জেলার পুলিশের হাতে ধরা পরল তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও-র গাড়ির চালক। অভিযোগ তিনি ও তার তিন সঙ্গী মিলে বিডিওর সরকারি গাড়িতে করে আসাম থেকে কোচবিহারে বেআইনি ভাবে ঐ মদ দিয়ে আসছিলেন। অসম বাংলা সীমান্তে নাকা চেকিং এর সময় ধরা পরে যায় গাড়িটি। বর্তমানে গাড়িটি ও ধৃতরা আসাম পুলিশের হেফাজতে রয়েছে। এই নিয়ে তুফানগঞ্জ বিডিওর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলা পুলিশ সুপার সন্তোশ নিম্বালকর জানিয়েছেন “এটা আসাম পুলিশের বিষয়, এই নিয়ে কিছু মন্তব্য করব না,”। পাশাপাশি কোন মন্তব্য করতে অস্বিকার করেছেন তুফানগঞ্জ এর মহকুমা শাসক অরবিন্দ ঘোষ।