
আজ সকাল থেকে আকাশের মুখ ভার | বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা | পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে | তবে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই | রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম অব্যাহত |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 92 শতাংশ |
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী