বিয়েতে আপত্তি প্রেমিকার পরিবারের, যন্ত্রণা ভুলতে নাবালিকাকে খুনের পর আত্মঘাতী প্রেমিকও। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের নিউটাউনশিপ থানার গণতন্ত্র কলোনির। সূত্রের খবর, ২৪ নম্বর ওয়ার্ডের গণতন্ত্র কলোনির বাসিন্দা বছর ষোলর কিশোরীর সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা বছর পঁচিশের এক যুবকের। মঙ্গলবার সকালে কিশোরীর গণতন্ত্র কলোনির বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ওই যুবক তাঁদের বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ পর কিশোরীর চিৎকারে কিশোরীর জেঠু সুদেব কুণ্ডু ছুটে এসে দরজা ধাক্কাতে থাকলে কোন সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সাহায্যে ঘরের ছাদের টালি খুলে ভিতরে ঢোকে। এবং তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই দুজন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় কিশোরীর মৃতদেহ। অপরদিকে যুবকের দেহে তখনও প্রাণ থাকায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।