বর্তমানে গোটা বিশ্বের ত্রাসের একটাই নাম, নোভেলকরোনা ভাইরাস। দিন যাওয়ার সঙ্গে সঙ্গেই দুনিয়াজুড়ে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই মারন ভাইরাসের আক্রান্তের ও মৃতের সংখ্যা। পৃথিবীর প্রায় ১৭০ টি দেশ এই মারণ ভাইরাসের করাল থাবায় আক্রান্ত। এই মুহূর্তে গোটা বিশ্বে নভেলকরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৮০৮ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২৫ হাজার। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই মুহূর্তে আমামদের দেশে এই সংখ্যা পৌঁছেছে প্রায় ৮০০র কাছাকাছি। মৃতের সংখ্যা ঠেকেছে ১৮তে। হলেও বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইটালিতে।
মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে উপরে ইটালি। তার পর যথাক্রমে রয়েছে স্পেন, চিন ইরান ও ফ্রান্স। ইটালিতে সংখ্যা ৮২১৫। আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৩৬১ জন। ইটালির পর বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে স্পেনে। সেখানে আক্রান্ত ৫৭ হাজার ৭৮৬ জন। মৃত্যু হয়েছে ৪৩৬৫ জনের। সুস্থ হয়েছেন ৭০১৫ জন। স্পেনের পর চিন।
তবে চিনে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছে শি চিনফিং প্রশাসন। সেখানে নতুন করে আর তেমন কেউ আক্রান্ত হচ্ছেন না বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮২৮। মৃত্যু হয়েছে ৩২৯২ জনের। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫৮৮ জন। এই তালিকা থেকে বাদ নেই মার্কিন যুক্তরাষ্ট্রও। এই মুহূর্তে এই করোনা ভাইরাসের এপিসেন্টার হিসেবে আমেরিকাকেই চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।