January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বজুড়ে করোনা আতঙ্ক, আমেরিকায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ লক্ষ


বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে বিশ্ব মহামারী। এখনো পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫৬ লক্ষ। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ২২৫ জনের। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ লক্ষ ৩০ হাজার মানুষ।

তবে গোটা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। আমেরিকা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৭ লক্ষ ২৫ হাজার। এবং সেখানে মৃত্যুর সংখ্যাও পেরিয়ে গিয়েছে ১ লক্ষ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আমেরিকায় মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫৭২ জন। আমেরিকাট পরই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার। পাশাপাশি মৃত্যু হয়েছে ২৪ হাজারের বেশি মানুষের। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৩৪২ জন। এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের। এর পরে রয়েছে ব্রিটেন, ফ্রান্স ও স্পেন।

তবে সময়ের সাথে সাথে ভারতেও জোরালো হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৯৩ জনের। সাথে মৃত্যু হয়েছে, ৪ হাজার ৩৪৪ জনের।