December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বজুড়ে করোনার থাবায় মৃত দেড় লক্ষ মানুষ


সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে মারন করোনা ভাইরাস। প্রতি মিনিটে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। এখনো পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্তে মৃত্যু হয়েছে মোট ১ লক্ষ ৫০ হাজার মানুষের। এই মধ্যে আমেরিকার মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি। শুধুমাত্র সেখানেই মৃত্যু হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষের। সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা জানাচ্ছেন, আমেরিকা থেকে সরে গিয়ে এবার করোনা ভাইরাস টার্গেট হতে পারে আফ্রিকায় এমনটাই আশঙ্কা করছেন তারা। তাদের আশঙ্খা আফ্রিকার কমপক্ষে ৩০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি এ ব্যপারে আফ্রিকার দেশগুলোকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তারা যদি সতর্ক না হয় সেক্ষেত্রে সংক্রমণ ছড়াতে পারে ১.২ মিলিয়ন মানুষের মধ্যে। আফ্রিকায় এখন থেকে সোশ্যাল ডিস্টেন্স মানতে শুরু করতে হবে। তবে আমেরিকার পাশাপাশি মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ইতালি স্পেন ও ফ্রান্সে। বিশ্বের ১৯৩ টি দেশে ২২ লক্ষ ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে জানা গিয়েছে এর মধ্যে সেরে উঠেছেন ৪ লক্ষ ৮৪ হাজার মানুষ।