June 23, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্বজুড়ে করোনা আতঙ্কে জুবুথুবু অর্থনীতি, রেকর্ড পতন শেয়ার বাজারে

মহামারি করোনার জেরে শেয়ার বাজারে ধস, রেকর্ড পতন সেনসেক্স-নিফটির। প্রায় সব সেক্টরের শেয়ার দর ৫২ সপ্তাহের সবচেয়ে নীচে পৌঁছেছে। গত ২ মাসে ৪০ শতাংশ পর্যন্ত শেয়ার দর নেমেছে। আরও একটি তথ্য, ২০১৮ সালের মার্চ মাসের পর এই প্রথম নিফটি ১০ হাজারের নীচে। সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করতেই বৃহস্পতিবার রেকর্ড পতন হল ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল প্রায় ২৭০০ পয়েন্ট। পাল্লা দিয়ে নিফটির সূচক নামল ১০ হাজারের নিচে। ডলারের তুলনায় টাকার দামেও পতন হয়েছে এদিন। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, অন্যতম বৃহৎ পতন হয়েছে এদিন। এশিয়া বাজারে নিকি (জাপান) ৬০০ পয়েন্ট, স্ট্রেট টাইমস (সিঙ্গাপুর) ১০৮ পয়েন্ট, হ্যাং সেং (হংকং) ৯৬২ পয়েন্ট, কপসি (দক্ষিণ কোরিয়া) ৫৭ পয়েন্ট পড়ে। ডলার নিরিখে টাকারও রেকর্ড পতন হয়েছে। ৭৪ টাকা দাম দাঁড়িয়েছে প্রতি ডলারের। অপরিশোধিত তেলের দর নতুন করে ৫ শতাংশ পড়েছে।