বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেভাবে পালন করা যাচ্ছে না রবীন্দ্র জয়ন্তী। ফলে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে এদিন ট্যাবলো নিয়ে বালুরঘাট শহর ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রবীন্দ্র সংগীত গাইলেন পুলিশকর্মীরা। পাশাপাশি বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। জেলা তৃণমূল এর পক্ষ থেকেও একই সময়ে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান কর্মসূচী পালন করা হয়। মাল্যদান করেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার।
ঠিক একই সময়ে জেলা বিজেপি কার্যকর্তারা রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করতে আসেন ওই স্থানে। রাজ্যসভার সাংসদ তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কে ডেকে নেন। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন। ওই স্থানে রবীন্দ্র প্রতিকৃতি সাজানো ট্যাবলো এর সামনে বিভিন্ন পুলিশকর্মীদের পাশাপাশি রবীন্দ্র সংগীত করেন বালুরঘাট থানার আইসি গৌতম রায়।