বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিষেধক হিসেবে প্রয়োজন হাইড্রক্সিক্লোরোকুইন | যার উৎপাদন একমাত্র ভারতে হয়| ইতিমধ্যে ভারত এই ওষুধ তৈরি করে বেশ কয়েকটি দেশে তা পৌঁছে দিয়েছে | সাথে আমেরিকাতে প্রায় 35 লক্ষ ট্যাবলেট পাঠিয়েছে ভারত | পাশাপাশি ভারত থেকে ব্রিটেনে পাঠানো হচ্ছে 30 লক্ষ প্যারাসিটামল |
আগে এই ওষুধের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল | কিন্তু বিশ্বের সংকটজনক পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে | সূত্রের খবর, এই বিষয়ে ব্রিটেনের মন্ত্রী লর্ড তারিক আহমেদ জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় ভারত এবং ব্রিটেনের যৌথভাবে কাজ করবে |
বিশেষ বিমানে ওই ওষুধ ব্রিটেনে পৌছাবার কথা রয়েছে | অন্যদিকে জানা গিয়েছে, কলকাতা মুম্বাই দিল্লি বেঙ্গালুরু চেন্নাই শহর বিভিন্ন জায়গায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নেবে ব্রিটেন | পাশাপাশি জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে এয়ারলিফট এর মাধ্যমে নাগরিকদের নিয়ে যাওয়া হবে | এর জন্য একাধিক বিমানের ব্যবস্থা করা হয়েছে |প্রথমে যাত্রীদের চেকআপ করে বিমানে তোলা হবে এবং পরে আবার যাত্রীদের নামার সময় চেকআপ করা হবে | তবে ব্রিটেনে আটকে পড়া ভারতীয়রা ওই বিমানে করে ভারতে ফেরত আসবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি |