সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে এাহি এাহি রব। আর এইসবের মাঝেই চলে গেলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা রঞ্জিত চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বোন, দাদার মৃত্যুর খবর পৌঁছে দেন সকলের কাছে। সোশ্যাল মিডিয়া থেকে জানা যায়, তার শেষ কৃতকার্য হবে বৃহস্পতিবার। এবং শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হবে লকডাউন উঠে যাওয়ার পর। খুব অল্প সংখ্যক ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তার মধ্যে হৃষিকেশ মুখোপাধ্যায়ের খুবসুরত ছবিতে তার অভিনয় কখনোই ভোলা যাবে না। এর পাশাপাশি গান্ধী ছবিতে এবং বাতো বাতো মে ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে জানা গিয়েছে, বর্তমানে তিনি আমেরিকাতে থাকতেন। তবে, তিনি অভিনয় ছাড়া স্ক্রিপ্ট লিখতেন। কিন্তু এইসবের মাঝেই দেশের এই পরিস্থিতিতে বলিউডের অভিনেতার অকাল প্রয়ানে শোকাহত সকলে।