September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে বড়সড় দুর্ঘটনা


লকডাউন পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারের অনুমতি পেয়ে সবে মাত্র খুলেছিল বিশাখাপত্তনমের রাসায়নিক কারখানাটি। মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম আর আর ভেঙ্কটপুরমে এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয় ৮ জনের। সাথে অসুস্থ হয়ে পড়ে ২০০ জনের বেশি মানুষ। তবে মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে প্রশাসন।

বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাস লিক করার ঘটনাটি ঘটার পরেই স্থানীয়দের চোখ জ্বলতে শুরু করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী। শুরু করা হয়েছে উদ্ধারকার্য। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে জানান “গোটা ঘটনা নিয়ে এমএইচএ ও এনডিএমএ-র সঙ্গে আলোচনা হচ্ছে ৷ গোটা ঘটনার দিকে নজর রয়েছে ৷ আমি প্রার্থনা করি বিশাখাপত্তনমের মানুষেরা সুস্থ থাকুন, ভালো থাকুন”।