December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিপ্লবী প্রফুল্ল চাকীর নাতনি মাধবী দেবীর পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল এম আর রেশন ডিলার অ্যাসোসিয়েশন

প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ার পরেই অনাহারে থাকা বিপ্লবী প্রফুল্ল চাকীর নাতনি মাধবী দেবীর পাশে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল এম আর রেশন ডিলার অ্যাসোসিয়েশন । ওয়েস্টবেঙ্গল এম আর রেশন ডিলার এর পক্ষ থেকে এদিন মাধুরী দেবীর হাতে তুলে দেওয়া হল 1000 টাকা আর্থিক সাহায্য সেই সঙ্গে তার হাতে তুলে দেওয়া হল 15 কিলো চাল 15 কিলো আটা সহ অন্যান্য খাদ্য সরঞ্জাম ।জানা গেছে বিপ্লবী প্রফুল্ল চাকীর নাতনি মাধবী তালুকদার বয়স 90 ছুঁইছুঁই ।বর্তমানে গঙ্গারামপুর থানার সামনে ফুটপাতে একটি কুঁড়ে ঘরে থাকেন তার ছোট ছেলেকে নিয়ে। সেখানে নেই কোন বিদ্যুতের ব্যবস্থা,ঝাঁপতোলা কুঁড়েঘরে আলো বাতাস ঢুকে না বললেই চলে, একটি চোকিতে রান্না করা, খাবার খাওয়া, এমনকি সেখানে ঘুমাতে হয় তাদের ।ছোট ছেলে বিভিন্ন জায়গা থেকে কচুশাক তুলে বাজারে বিক্রি করে, এবং মাধবী দেবী স্থানীয় একটি মন্দিরে কাজ করে ।মা ও ছেলের সামান্য আয়ে কোন রকমে দিন পার হয়ে যায় তাদের ।কিন্তু লকডাউন শুরু হয় মন্দির বন্ধ ভালো করে বাজার না লাগায় আর বিক্রি হয় না কচুশাক। এমন অবস্থায় তাদের চরম সমস্যায় পড়তে হয়েছে ।একবেলা খেয়ে না খেয়ে পার করতে হচ্ছে দিন। এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বেসরকারি সংগঠন ও প্রশাসন ।সেইমতো এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশন ।মাধবী দেবীর হাতে এদিন 1000 টাকা ও খাদ্য সরঞ্জাম তুলে দেন আর রেশন ডিলারের গঙ্গারামপুর শাখার সেক্রেটারি ওম প্রকাশ কানু ।লকডাউনের মাঝে সকলের কাছ থেকে খাদ্য সামগ্রী এবং সাহায্য পেয়ে খুশি বিপ্লবী প্রফুল্ল চাকীর নাতনি মাধবি তালুকদার।