বিনা কারণে হর্ন বাজানোর বিরুদ্ধে এবার পথে কলকাতা পুলিশ। মিন্টো পার্কের মোড়ে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার হাত ধরে আনুষ্ঠানিক ভাবে শুরু হল নো হকিং ক্যাম্পেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পান্ডে, ডিসি ট্রাফিক রুপেশ কুমার সহ অন্যান্য শীর্ষ পুলিশকর্তারা। ট্রাফিক সচল থাকা সত্ত্বেও অযথা হর্ন বাজানোর বিরোধিতা করে মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সাথে পুলিশ কমিশনার লা মার্টিনিয়ার ফর বয়েজ ও লা মার্টিনিয়ার ফর গার্লসের ছাত্র ছাত্রীদের নিয়ে পথে নেমে সাধারণ মানুষের মধ্যে নো হকিং-এর বার্তা দেওয়া হয়। গাড়িতে নো হকিং স্টিকার লাগায় তাঁরা। ভবানীপুর ট্রাফিক গার্ডেরও নো হকিং অনুষ্ঠানে গিয়ে নো হকিং ক্যাম্পনের সূচনা করেন অনুজ শর্মা।