বুধবার দুপুরে আচমকাই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩০০ টি দোকান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার বিজয় বাজারে। সূত্রের খবর, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বড়জোডার বিজয় বাজার এলাকায় কালো ধোঁয়া বের হতে লক্ষ্য করেন স্থানীয়রা।
এরপর ক্রমেই সেই আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে দোকান। যদিও প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকল বাহিনি পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনা হয়। যদিও সেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় সাড়ে তিনশো কাপড়ের দোকান। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।