June 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল

রাজভবন-বিধানসভা দ্বন্দ্ব মিটিয়ে নতুন সূচনা! সোমবার বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল। সূত্রের খবর এমনিই। জানা যাচ্ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই বিধানসভায় গিয়ে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ওইদি অর্থাৎ ২ ডিসেম্বর বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী ফের মুখোমুখি হতে চলেছেন।

সদ্যই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফলপ্রকাশের পর দেখা যায়, ছটিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। বিধানসভায় শপথগ্রহণের পর তাঁরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করতে পারবেন। চলতি শীতকালীন অধিবেশনেই তাঁদের শপথপর্ব মিটতে পারে, এই সম্ভাবনা ছিলই। তবে সংশয় ছিল কে তাঁদের শপথ পড়াবেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার, তা নিয়ে। কারণ, অতীতে বিধায়কদের শপথ নিয়ে রাজভবন-বিধানসভার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল।