বিদ্যুৎ এর বিল মুকুব করার দাবির পাশাপাশি জেলায় সুষ্ঠ রেশন বন্টন ব্যবস্থ্যা বজায় রাখার সাথে সাথে একগুচ্ছ দাবি নিয়ে তপন বিডিও অফিসে বিক্ষোভ ধরনা প্রদর্শন করলো দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চা। যদিও বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে তপন থানা থেকে পুলিশ এসে বিক্ষোভ উঠিয়ে দেয়। সে নিয়ে সেখানে সাময়িক উত্তেজনা দেখা দিলেও পুলিশ তা আয়ত্তের বাইরে যেতে দেয় নি।
তপন বিডিও অফিসের সামনে ধর্নায় বসা বিজেপি যুব মোর্চা সম্পাদক বিভাস সরকার জানান লকডাউনের জেরে মানুষের আর্থিক হাল বেহাল। এমত অবস্থ্যায় তাদের দাবি অবিলম্বে এই ক’ মাসের বিদ্যুৎ এর বিল মুকুব করা হোক। পাশাপাশি রেশনে চাল ডাল বিলি নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের খাদ্য দফতর অবিলম্বে ব্যবস্থ্যা গ্রহন করে যাতে সারা রাজ্যে বজায় রাখে সেই দাবিতেই আজ তারা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছেন।