বিদায়ের আগে ফের একবার রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের প্রকোপ। তবে আবহাওয়া দপ্তর সূএে খবর, খুব বেশি দিন থাকবে না শীতের জের। তবে বুধবারের পর আজ বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত দিন দুয়েক আকাশ মেঘলা থাকবে। রোদ উঠলেই শনিবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় একটু বেশি।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। তবে ঠান্ডা বিশেষ থাকবে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূএে খবর, ৩১ জানুয়ারি থেকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি থামলেই শেষবেলায় ফের একবার শীতের দাপট দেখানোর পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।