দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কাঁকসা গ্রামে বিজেপি কর্মী দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সূত্রের খবর, সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ভীম ও শকুন্তলা হালদার নামে ওই দম্পতি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকতেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকা প্রতিবেশীরা বাড়ির উঠোনের আমগাছে ভীমের দেহ ঝুলতে দেখেন। এরপরই তারা দরজা খুলে ঘরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে শকুন্তলার দেহ।
এরপর প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌছায় কুলতলি থানার পুলিশ। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। পুলিশের তরফে জানানো হয়েছে যে, ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার পিছনে রাজনৈতিক কারণ লুকিয়ে রয়েছে বলেই দাবি স্থানীয়দের।