February 14, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে পঞ্চায়েত স্তরে মিটিং শুরু করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়

অবশেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে পঞ্চায়েত স্তরে মিটিং শুরু করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় । প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না বলে বিক্ষোভ দেখায় ভাঙচুর করা হয় বুনিয়াদপুর পার্টি অফিস। এমনকি হরিরামপুর বাজারেও রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগায় বিজেপির কর্মী-সমর্থকেরা। এরপর দু’দিনের মধ্যেই হরিরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের নিয়ে মিটিং শুরু করেন প্রার্থী নিজেই। আগামী মঙ্গলবার পর্যন্ত হরিরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মন্ডলের মিটিং শেষ করা হবে বলে জানিয়েছেন প্রার্থী। তারপরেই শুরু হবে প্রচার বিধানসভা নির্বাচনে হরিরামপুর আসন থেকে এবার তৃতীয় স্থানে যাবে তৃণমূল এমনটাই দাবি করেন নীলাঞ্জন রায়। কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো।