কলকাতা পুরসভার বায়ো টয়লেটের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার আলিপুর পেট্রোল পাম্পে এই বায়ো টয়লেট বসানো হয়। শহরের যে সব জায়গাতে সুলভ শৌচালয় নেই,পথ চলতি মানুষের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে আগামীতে গোটা শহর জুড়েই প্রয়োজন অনুযায়ী এই ধরনের বায়ো-টোয়েলেট বসানো হবে বলেও এদিন জানান মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি এই ধরনের বায়ো- টয়লেট ব্যবহারের ফলে শহর কলকাতাকে আরও দূষণ মুক্ত ও পরিচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি। এতদিন যাবৎ বাইরে থেকে বায়ো- টয়লেট কিনে তা শহরে বসানো হত। কিন্তু তা অনেক খরচ স্বাপেক্ষ ছিল। তাই এখন থেকে কলকাতা পুরসভার নিজস্ব ওয়ার্কশপে তৈরি করা বায়ো- টয়লেট প্রয়োজন অনুযায়ী শহরের বাসানো হবে। যার ফলে আর্থিক সাশ্রয় হবে।