লকডাউনের জেরে বন্ধ রয়েছে যানবাহন পরিষেবা। কিন্তু এই সময় ভিন রাজ্যে আটকে রয়েছে বহু শ্রমিক। তারই মধ্যে বুধবার লখনউ থেকে নিজের গ্রামে ফেরার উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন কৃষ্ণ সাউ ও তার স্ত্রী প্রমীলা সাউ। সঙ্গে ছিল তাদের দুই সন্তান। কর্মসূএে তারা উত্তরপ্রদেশে থাকতেন। তাদের বাড়ি ছত্তীসগড়ে। এদিন বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ঘটে যায় পথ দুর্ঘটনা। কোন ট্রাক বা বড়ো ধরের গারি পিষে দেয় তাদের। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দম্পত্তির। কিন্তু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় তাদের দুই সন্তান। বর্তমানে ওই দুই শিশুকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
জানা গিয়েছে, বাইপাস রোড থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে গ্রামবাসীরা দেখতে পায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই দম্পতি। এরপর তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে লোহিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক কৃষ্ণ সাউ ও তার স্ত্রী প্রমীলা সাউকে মৃত বলে ঘোষনা করে। তবে তাদের দুই শিশুকে হাসপাতালে ভর্তি রাখা রয়েছে। ইতিমধ্যেই ওই ঘাতক গাড়ির চালকের সন্ধান করতে তদন্ত শুরু করেছে লখনউ পুলিশ।