July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়িভাড়া না মেলায় ভিনরাজ্যের শ্রমিকদের ঘর ছাড়ার হুমকির অভিযোগ মালিকের বিরুদ্ধে

একমাসের বাড়ি ভাড়া দিতে না পারার অভিযোগে ভিন রাজ্যের হকারদের বাড়ি ছেড়ে জন্য চাপ সৃষ্টি করছেন মালিক। লকডাউনের মাঝে বাড়ি ছেড়ে দিলে তারা কোথায় গিয়ে দাঁড়াবেন। ভিন রাজ্যের হকারদের বাড়ি ফিরিয়ে দেওয়া নইলে তাদের থাকার ব্যবস্থা করার দাবিতে আজ পরিযায়ী হকাররা উত্তর দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হলেন।জেলা শাসক জানিয়েছেন, ভিনরাজ্যের হকারদের অভিযোগ তিনি পেয়েছেন।বিষয়টি মহকুমা শাসককে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি নির্দেশ অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।বাড়ির মালিকের দীর্ঘ দুই মাস যাবদ তিনি বাড়ি ভাড়া পাচ্ছেন না।

বাড়ির ভাড়া ছাড়াও মোটা অঙ্কের বিদ্যুতের বিল তাকে মাসে মাসে পরিশোধ করতে হচ্ছে।এই অবস্থার জন্য তাদের বাড়ি ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছেন।ভিন রাজ্যের কোন ব্যাক্তি অসহায় অবস্থায় কোথায় থাকলে সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই নির্দেশের পরই তার দলের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অনিল দেবনাথ বাড়িভাড়া ছেড়ে দেবার জন্য ভিন রাজ্যের সেলসম্যানদের উপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ।