নিজস্বব প্রতিনিধি, লকডাউনের মাঝে এক বাড়িতে আগুন লাগা কে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড় গোয়াল গ্ৰামে। জানা গিয়েছে, একটি বসতি বাড়িতে কোন কারনে হঠাৎই আগুন লেগে যায়। এরপর ঘটনাটি স্থানীয়দের নজরে এলে, তারা ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর স্থানীয়রা দমকল দপ্তরে ঘটনার খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে, এবং ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।