ভারতে ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত এই সংখ্যা ঠেকেছে ১১০ জন-এ। যাঁদের মধ্যে ১৭ জন বিদেশি পর্যটক। কেন্দ্রীয় সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, রবিবার ভারতে নতুন মোট ১৯টি করোনা আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৫টি ঘটনা মহারাষ্ট্রে ধরা পড়েছে।
আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র ইতোমধ্যে কেরালাকে ছাপিয়ে গিয়েছে। বাকি চার জনের মধ্যে কেরালায় দুজনের এবং রাজস্থান ও কর্নাটকে একজন করে রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ওড়িশায় একজনের দেহে মিলেছে এই মারণ ভাইরাসের অস্তিত্ব। এই রাজ্যে এই প্রথম করোনা আক্রান্তের খবর সামনে এল। জগন্নাথের রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা জারি করেছে পট্টনায়ক প্রশাসন।