April 27, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাস, ফেরির পর এবার শহরে যাত্রী পরিবহনের জন্য চালু হতে চলেছে ট্রাম পরিষেবা

বাস, ফেরির পর “unlock ওয়ানে” এবার শহরে যাত্রী পরিবহনের জন্য চালু হতে চলেছে ট্রাম পরিষেবা| দিনক্ষণ চূড়ান্ত না হলেও, সম্ভাব্য আগামী সপ্তাহে শহরের রাস্তায় ট্রাম চলাচল শুরু হতে পারে বলেই পরিবহন দপ্তর সূত্রে খবর।

বালিগঞ্জ থেকে টালিগঞ্জ, এই রুটেই প্রথম ট্রাম চালু হবে। পরবর্তীতে অন্যান্য রুটে পরিষেবা চালু হবে। বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুটে পরিষেবা চালু করার আগে শুক্রবার থেকে শুরু হয়েছে ট্রায়ালরান।

ঘূর্ণিঝড় আমফনের কারণে শহরের অনেক জায়গাতেই ট্রাম লাইন, ওভারহেডের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব খতিয়ে দেখে মেরামতির কাজ শুরু হয়েছে।