মহারাষ্ট্রের নাসিকে বাস-অটোর সংঘর্ষে প্রান হারাল ৯ মহিলা-সহ ২৫ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার মালেগাঁও-দেওলা রোডের মসি ফাটা এলাকায়। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ সরকারি একটি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে দুটি যানই ছিটকে পড়ে রাস্তার পাশের একটি কুয়োতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৯ মহিলা ও ৭ বছরের এক শিশু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। ক্ষতিগ্রস্থ যানদুটির উদ্ধারকাজ চলছে। রাজ্য সরকারের তরফে নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।