March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বাসের প্রতীক্ষায় লম্বা লাইন যাত্রীদের

করোনাকে সঙ্গে নিয়েই মানুষ আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ৮জুন থেকে অধিকাংশ বন্ধ থাকা সংস্থা,অফিস খুলেছে,রাস্তায় চলছে সরকারি বেসরকারি অধিকাংশ বাস।বারাসতে সেইমত সকাল মানুষের লম্বা লাইন বাস স্ট্যান্ডে।বারাসতে সরকারি বাস ডিপো ও বেসরকারি বাস স্ট্যান্ড,একই ছবি,শুধুই অফিস যাত্রীদের ভির।সকলে মুখে মাক্স হয়ত পরে আছে তবে সামাজিক দূরত্ব ভুলে গেছে,কেউ কেউ আবার মাক্স ছাড়াই দাড়িয়ে আছে সবার মাঝে।করোনা সংক্রামণ সামনে কি অপেক্ষা করে আছে তা হয়তো জানা নেই,তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবহন ব্যবস্থা থেকে সবকিছুই।সতর্কতা অবলম্বন করে করোনাকে সঙ্গে নিয়েই আগামী দিনে চলতে হবে,তবে গণপরিবহন চালু হয়ে গেলে, তার থেকে সংক্রমণ আরও বাড়বেই এটা ধরে নিয়ে মানুষ আজ থেকে পুরোপুরি রাস্তায় নেমে পরেছে।