July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বারুইপুর নাবালিকা ধর্ষণের মামলায় ফাঁসির নির্দেশ নিল বারুইপুর অতিরিক্ত আদালত

\

বারুইপুর নাবালিকা ধর্ষণের মামলায় ফাঁসির নির্দেশ নিল বারুইপুর অতিরিক্ত আদালত। ২০০৭ সালের ২২শে

সেপ্টেম্বর এদিন বারো বছরের এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তার খুড়তুতো দাদা সাবির আলি।

এরপর আর বাড়ি ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি কিশোরীকে। এরপর দু’দিন পর ওই কিশোরীর

দেহ উদ্ধার হয় এলাকার একটি পেয়ারা বাগানের কাছের পরিত্যক্ত জলাশয় থেকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ

সাবির আলি ও পালান মোল্লাকে গ্রেপ্তার করে। মামলা শুরুর পর তাদের দোষী সাব্যস্ত করে আদালত। জানা যায়,

গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য নাবালিকাকে খুন করে অভিযুক্তরা। এরপর এদিন ১৩ বছর পর মঙ্গলবার সেই

মামলারই রায় ঘোষণা করল বারুইপুরের অতিরিক্ত আদালত। জানাযায়, ২০০৭ সালের এই ঘটনায় সাবির ও পালান

ছাড়াও আরও একজন নাবালক যুক্ত ছিল। বিচার চলাকালীন জুভেনাইল আদালত থেকে মুক্তি পেয়ে যায় সে। দোষী

সাব্যস্ত করা হয় বাকি দু’জনকে। তাদের বিরুদ্ধে ৩০২, ৩৭৯, ৩৬৩, ২০১, ৪০০ ধারায় মামলা রুজু করা হয়। আর এদিন

সেই নাবালিকা ধর্ষণের মামলায় অভিযুক্তদের ফাঁসির নির্দেশ নিল বারুইপুর অতিরিক্ত আদালত।