July 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাপি লাহিড়ীর চিতাভস্ম বিসর্জন দেওয়া হল গঙ্গায়

প্রয়াত সুরকার গায়ক বাপ্পি লাহিড়ীর চিতাভস্ম মুম্বাই থেকে আনা হলো কলকাতায় | বৃহস্পতিবার সকালে আউট্রাম ঘাটে তার অস্থি বিসর্জন করলেন বাপি লাহিড়ীর পরিজনেরা | নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী, এদিন সকাল ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছান বাপি লাহিড়ী পরিজনেরা | বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু | সেখান থেকে বাপি লাহিড়ীর ছবি এবং ফুলের সাজানো গাড়িতে করে তার অস্থিভস্ম গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় | সেখানেই পারিবারিক প্রথম মেনে বিসর্জন দেওয়া হয় চিতা ভস্ম |