মাধ্যমিকের খাতা দেখার এবার নয়া নিয়ম। বানান ভুল হলেও কাটা যাবে না নম্বর, এমনটাই জানালেন মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, একমাত্র বাংলা বিষয় ছাড়া বাকি বিষয়গুলির ক্ষেএে চালু হবে এই নিয়ম। আগে উত্তরপএ দেখার সময় কোন বানান ভুল গেলে সেটায় নম্বর কেটে নেওয়া হত। কিন্তু এবার থেকে তা হবে না। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্ভুল মূল্যায়নের জন্য মূল্যায়নকারী শিক্ষকদের উদ্দেশ্যে একাধিক নিয়মাবলী চালু করেছে পর্ষদ। সূএের খবর, অঙ্ক, ইতিহাস,ভূগোলের মতো বিষয়গুলিতে উত্তরটা ঠিক নাকি ভুল, সেটাই আসল বিচার্য বিষয়, এমনটাই জানানো হয়েছে। ভুল বানানের জন্যও নম্বর না কাটার নির্দেশেও হতবাক সবাই।