শিয়ালদাহ মেইন শাখায় বাতিল একাধিক ট্রেন। অটোম্যাটিক সিগন্যালের কাজের জন্য রবিবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সূএের খবর, আগামী ৮ দিন প্রায় ৩০০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের ফলে রবিবার দুর্ভোগের স্বীকার সাধারন মানুষ। রবিবার দুপুর ১২টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চলবে সিগন্যালিংয়ের কাজ৷ তার ফলে বাতিল করা হয়েছে প্রায় ৩০০ লোকাল ট্রেন। তবে শুধু লোকাল ট্রেন নয়, তার পাশাপাশি ব্যাহত হবে এক্সপ্রেস ট্রেন পরিষেবাও৷ সুএের খবর, কলকাতা-পটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস চলবে ঘুরপথে৷ এরফলে বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে সাধারন মানুষকে।