দার্জিলিংয়ের লোধামায় বাড়ি ধসে ঘুমের মধ্যেই মারা গেলেন একই পরিবারের তিনজন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে।
সূত্রের খবর, শুক্রবার রাতে আনুমানিক ভোর চারটে নাগাদ ওই বাড়িটি ধসে চাপা পড়ে। সেই সময়ে বাড়িতে ঘুমোচ্ছিলেন বাবা-মা ও চার বছরের শিশুপুত্র। ফলে ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে বের হতে পারেননি তারা। ফলে ঘুমের মধ্যেই মারা যায় তারা।
জানা গিয়েছে, মৃতদের নাম নিমা দর্জি তামাং (৩৩), পেম দর্জি তামাং(২৯) এবং তাঁদের ৪ বছরের শিশুপুত্র নিহাল তামাং৷ ঘটনার দিন সকালে বাড়িটি ধসে ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ওই এলাকায় ভিড় জমান এবং পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে ধস সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। তবে তদন্তকারিদের প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে কোনওভাবে কলের মুখ খোলা ছিল। রাতভর সেই জল গড়িয়ে পড়ে মাটির বাড়ির দেওয়াল ধসে যায়। তার ফলেই এই বিপত্তি।