July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ির কাছে পোস্টিংয়ের সুবিধা কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের, ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা বড়ো সুবিধা পেতে চলেছে। সরস্বতী পুজোর দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, সরস্বতী পুজোর আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের পোস্টিং হবে নিজের নিজের জেলায়। এবার সরস্বতী পুজোর দিন আশুতোষ কলেজে সরস্বতী পুজোয় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন “শুধু নতুন নিয়োগ নয়, শিক্ষকদের বদলির আবেদনের ক্ষেত্রেও এবার বিশেষ সুবিধা দেওয়া হবে। বর্তমানে যেসব শিক্ষক বা শিক্ষিকারা বাড়ি থেকে দূরে কর্মরত আছেন, তাঁরা আবেদন করলে, তাঁরাও তাঁদের বাড়ির কাছের স্কুলে পড়ানোর সুযোগ পাবেন।” এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকা ভীষণভাবেই উপকৃত হবেন বলে আশাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।