দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের চন্দনপুর গ্রামে মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ছাত্রীর নাম অসীমা হাতি। শনিবার বিকেলে কাকদ্বীপের চন্দনপুরে একটি পোল্ট্রি ফার্মের ভিতরে ওড়না গলায় জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে সতেরো বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অসীমা।
এরপর ঘটনাটি দেখতে পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। কিন্তু তাদের সমস্ত চেষ্টা বিফলে যায়। জানা গিয়েছে, ঘটনার দিন রাতেই মৃত্যু হয় ছাত্রী অসীমার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলার জন্য বাড়িতে বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী।
যদিও মৃতার মায়ের অভিযোগ, তাঁর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে বাড়ির লোক এবং প্রতিবেশীরা তাঁকে মারধর করায় অভিমানে আত্মঘাতী হয়েছে তাঁর মেয়ে। মৃতার মায়ের এই অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।