চিনা করোনা ভাইরাসের থাবা এবার ভারতেও আর এই মারণ ভাইরাসের জেরে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে ভারতে আক্রান্তের সংখ্যা ৷ এখনো পর্যন্ত বেড়ে 415 জন পাশাপাশি মৃত্যু হয়েছে সাতজনের ৷ তবে এবার এই সোমবার থেকে লকডাউন করে দেওয়া হয়েছে ভারতের মোট 75 টি জায়গা আর এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে উদ্যোগী বালুরঘাট পশুপ্রেমী সংস্থা ৷বাড়িতে তৈরী মাস্ক বিলি করল উৎসাহ নামে একটি বালুরঘাট এর পরিবেশপ্রেমী সংস্থা। এদিন দুপুরে শহরের থানা মোড় এলাকায় পথ চারীদের মধ্যে মাস্ক বিলি, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো ও লিফলেট বিলির মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। এছাড়াও সরকারের নির্দেশ মান্য করে এই কঠিন সময়ে চলার জন্য বাসিন্দাদের কাছে আবেদনও জানানো হয়।