
বাড়ছে প্রতিদিন তাপমাত্রার পারদ | আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে রাজ্য থেকে | জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশা সম্ভাবনা রয়েছে | তবে ভোর এবং সকালের দিকে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে যাবে | রাজ্যজুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া |
সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়তি অনুভূতি হচ্ছে ভেবসা গরম | তবে আরো বাড়বে গরম | এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর । ক্রমশ কমছে ঠান্ডার আমেজ | আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বুধবার থেকে তাপমাত্রা বাড়বে | সেটাই দেখা যাচ্ছে । পারদের ওঠানামা অব্যাহত থাকায় অস্বস্তিও বাড়ছে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে