রাজ্য থেকে শীত বিদায় নিতে চলেছে। বাড়ছে তাপমাত্রার পারদ। তারই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। তবে এবার বৃষ্টির সম্ভবনা উত্তরের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তুরে হাওয়া থাকায় আপাতত রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। দিনের তাপমাত্রা বাড়ছে ঠিকই। তবে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শীত বিদায়ের সময়েও পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহে হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে সিকিমেও। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে।