গোটা দেশ জুড়ে যেভাবে করোনা তার প্রভাব ফেলেছে তাতে রীতিমতো ত্রস্ত গোটা বিশ্ব। যার আঁচ পড়েছে দেশ থেকে শুরু করে এরাজ্যেও। ইতিমধ্যেই করোনা তার থাবা বসিয়েছে লন্ডন থেকে আসা এক বালিগঞ্জের অভিজাত এক পরিবারের ছেলের শরীরে। আর তারপর থেকেই আরো আতঙ্ক ছড়ায় খোদ কলকাতায়। অন্যদিকে করোনা সতর্কতায় জমায়েত এড়াতে বন্ধ করা হয়েছে বিভিন্ন খেলাধুলা,স্কুল থেকে শুরু করে বিভিন্ন কলেজ। কিন্তু এরই মধ্যে গুজব রটতে থাকে যে, জমায়েত এড়াতে এবার বন্ধ হতে পারে দোকান-বাজারও। যা নিয়ে ত্রাহি ত্রাহি রব ওঠে রাজ্যের মানুষদের মধ্যে। যার জেরে অনেক মানুষদেরই আতঙ্কে বাজারে হুমড়ে পড়তে দেখা যায়। যার জেরে আমজনতার মধ্য থেকে গুজব কাটানোর জন্য পরিস্থির হাল নিজের হাতে তুলে নেন খোদ মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার নবান্নে বৈঠকে তিনি বলেন, “দোকান চলবে। বাজার খোলা থাকবে। না হলে খাব কী? ২৪X৭ আমাদের কাজ করতে হবে। যারা গুজব রটাবে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিন। সীমান্ত সিল হলেও যথেষ্ট পণ্য মজুত রয়েছে।” করোনা সতর্কতায় আপাতত সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারি আধিকারিকদের মুখ্যমন্ত্রী এদিন নির্দেশ দেন, “ছোট ছোট পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে চাল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালে যেন কোনও ঘাটতি না হয়।” মারণ চিনা ভাইরাস প্রসঙ্গে যাতে কোনও গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে সেদিকেই নজর কলকাতা পুলিশেরও।