নিজেস্ব প্রতিনিধি, মালদ : বাজারের ছাদের একাংশ ভেঙে পড়ে আহত হয়েছিলেন বাজার কমিটির সভাপতি অজিত সাহা। মঙ্গলবার সেই বাজার পরিদর্শনে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বণিকসভার ব্যবসায়ী নেতারা।
গত কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে নেতাজি পৌর বাজারের ভবনগুলি। সবজি বাজার, মাছ বাজার সহ বিভিন্ন বাজারের ছাদের জরাজীর্ণ অবস্থা। সোমবার সকালে দোকান খোলার সময় ছাদের একাংশ ভেঙে পড়ে মাথা ফেটে যায় বাজার কমিটির সভাপতি অজিত সাহার। ব্যবসায়ীরা এই ঘটনার জন্য ইংরেজবাজার পৌরসভার দিকে আঙ্গুল তুলে ছিলেন। এই ঘটনার পর নড়েচড়ে বসে ইংরেজবাজার পৌরসভা।
মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বণিকসভার সদস্যরা বাজার পরিদর্শন করেন। এই ঘটনায় জেলা বণিকসভার সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থায় রয়েছে নেতাজি পৌর বাজারের ভবনগুলি। অবিলম্বে তা সংস্কারের দাবি তুলে ছিলেন তারা। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, বাজারের অবস্থা পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ বলেন, বাজার পরিদর্শন করা হয়েছে খুব তাড়াতাড়ি সংস্কারের কাজে হাত দেওয়া হবে। আপাতত ছাদ ভেঙে তার উপর টিনের সেট দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে বলেও জানান তিনি।