করোনার মোকাবিলায় গোটা দেশ সহ রাজ্য জেরবার। বিভিন্ন রকম ভাবে করোনা প্রতিহত করার চেষ্টা চলছে। স্যানিটাইজার, মাস্ক এগুলো ব্যবহার চলছে যেমন তেমন স্প্রে ব্যবহার তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে। জীবানুমুক্ত করার কাজে এবার হাত লাগিয়েছেন অনেকেই। এবার বাজারকে জীবাণু মুক্ত করতে পথে মহানাগরিক ও ডেপুটি মেয়র। হাতিবাগান বাজার ও শ্যাম বাজারে মেয়র এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ জীবাণুমুক্ত করলেন স্প্রে ব্যবহার করে। পুরো কাজটা নিজেরাই করলেন জীবাণুমুক্তির কাজ। হাইড্রোক্লোরাইড স্প্রে করা হল হাতিবাগান এবং শ্যামবাজারে। সঙ্গে তিনি জানিয়েছেন, “কিন্তু সাধারণের সচেতনতা কই? ইতিমধ্যেই কলকাতাতে ২০ টি জেট স্প্রে আনা হয়েছে। পুরসভা সচেতন কিন্তু মানুষকেও সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে।”