July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাইরে ঘোরার প্রতিবাদ করায় উল্টে সরানো হল ডিউটি অফিসারকেই

দেশ জুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে বাড়ানো হয়েছে লক ডাউনের সময়সীমা। আর সেই লক ডাউনকে কার্যকর কর করতে নিরন্তর কাজ করে চলেছেন প্রশাসনিক কর্মকর্তারা। নিজেদের পরিবার বিশ্রাম সব ভুলে করোনা যুদ্ধে দিন রাত এক করছেন তাঁরা। কিন্তু তাঁদের কর্তব্য পালনেও এবার রাজনৈতিক ছাপ ফেলা হল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। এই জেলার একাধিক এলাকাকে হটস্পট চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। কিন্তু তাও বেশ কিছু অসচেতন মানুষ সুযোগ পেলেই বেরচ্ছে বাইরে।

এরকমই একদল যুবককে বাইরে ঘোড়া থেকে আটকানোয় উল্টে সরিয়ে দেওয়া হল ডিউটি অফিসারকেই! কর্তব্যরত অফিসার বিশেষ কোনও রাজনৈতিক দলের সদস্য, এই অভিযোগে তাঁকে সরানো হয়েছে বলে দাবি। অবশ্য এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকার বাসিন্দা থেকে উচ্চ আধিকারিকরা। যে মহামারির মোকাবিলায় নেমেছে গোটা দেশ, সেখানে যদি অন্যায়ের প্রতিবাদ করলে প্রশাসনের কাজে এভাবে হস্তক্ষেপ হতে থাকে, তাহলে কিকরে এই সংক্রমণ আটকানো যাবে, সেই প্রশ্নই উঠছে সব মহলে।