বাংলায় করোনার তথ্যকে গোপন করা এবং চিকিৎসার পরিকাঠামোর অভাব নিয়ে মামলা করা হলে সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। কিন্তু, এই রিপোর্টে সন্তুষ্ট নয় হাইকোর্ট৷ জানা গিয়েছে, করোনা নিয়ে সম্পূর্ণ বিবরণ ও তথ্য দিয়ে একটি রিপোর্ট পেশ করতে হবে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এরপর ফের এই মামলার শুনানি হবে শুক্রবার। পাশাপাশি আইসিএমআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে রাজ্যকে কাজ করার পরামর্শ দিয়েছে আদালত৷
সূএের খবর, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা ও পরীক্ষার হিসাব সঠিক নয়, এই অভিযোগে হাইকোর্টে মামলা করেন ফুয়াদ হালিম। তার হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপর বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে, রাজ্য সেখানে রিপোর্ট পেশ করে। কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৪৷ তার মধ্যে মৃত বেড়ে ১০। সাথে করোনা মুক্ত হয়েছেন ৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।