বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাদেশে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। ইতিমধ্যেই পুরো দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জন। শুক্রবার দুপুরে অনলাইনের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বাংলাদেশের স্বাস্থমন্ত্রী জানিয়েছেন, “গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও ২৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৮৩৮ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গিয়েছেন আরও ১৫ জন। সেই সঙ্গে আরও ৯ সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫৮ জন।” পাশাপাশি দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে।