নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্যে সড়কের ঝিনঝিনি পুকুর এলাকায় বাইক ও বাঁশ বোঝাই ভ্যানের সাথে ধাক্কায় আহত হয় বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১০ টা নাগাদ বাইকে চেপে অর্জুন মন্ডল (৪৫) নামে এক ব্যাক্তি তার বাবাকে নিয়ে বুলবুলচন্ডী থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সে সময় হঠাৎ সামনে থেকে একটি বাঁশ বোঝাই ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের বাইকে। বাঁশের ভ্যানে ধাক্কা লাগায় বাঁশের আগালে বাইক আরহী বুকের বা পাশে আঘাত লাগে। বাইক চালক সহ তার বাবা পরে যায়। এরপর তরিঘরি বাইক চালক ও তার বাবাকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, এবং তাদের বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় ওই বাইক আরহীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। বাইক আরহীর বাবাকে প্রাথমিক চিকিৎসা পরে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ। তারা বাইক সহ ভ্যানটিকে আটক করেছে বলে জানা যায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ।