দোলের দিন ফাঁকা রাস্তায় নিশ্চিন্তে যাতায়াত করছে যানবাহন, কোনও যানজট নেই, নেই কোনও কোলাহল, শতাব্দী পরে ঐতিহাসিক বসন্ত উৎসবের দিন এরকমই অবিশ্বাস্য ছবির সাক্ষী রইল শান্তিনিকেতন। সৌজন্যে করোনা ভাইরাস। করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে এবছর শান্তিনিকেতনে বসন্ত উৎসব বাতিল করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। নেই ‘সেই ওরে গৃহবাসী’-র চেনা সুরের তাল, কিংবা আবিরের রঙে ‘রাঙিয়ে দিয়ে যাও’-এর মত্ততা।
তবে বাঙালি বরাবরই হুজুগে, তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই এবার বসন্ত উৎসবে ভিড় জমে উঠল সোনাঝুরি আর খোয়াইতে। এতদিন যে বসন্ত উৎসবের রঙে রঙিন হয়ে উঠত বিশ্বভারতী প্রাঙ্গন বা আম্রকুঞ্জ, এবছর সেখানে রঙ লাগল সোনাঝুরির ডালে।